::::::::::::::::::::::::::::::::::Welcome Note:::::::::::::::::::::::::::

"সময়ের সিথানে স্বপ্ন নিয়ে প্রতিনিয়ত ঘুমিয়ে থাকি কিংবা দুঃস্বপ্ন নিয়ে জেগে উঠি। একটা সময় ছিল আমার তখন ফড়িং জীবন ছিল। এখন তা বাক্স বন্দী অতীত। ফড়িং এর রঙিন পাখা গুলো এখন বিবর্ণ। কথা গুলো অর্থহীন প্রলাপ ... আচ্ছা প্রলাপ তো অর্থহীন ই হয়, তাই না? কিন্তু আমার যে আর কিছুই নেই... কিছু কল্পনা মেঘের কাছে জমা রেখে ছিলাম... একদিন মেঘ আমাকে কিছু না বলেই উড়ে গেল...আকাশের শেষ প্রান্তে... আমি দিগন্তের পর দিগন্ত ছুটে গেছি... আমার কল্পনার খোঁজে ... না পাইনি... ও তখন বৃষ্টি হয়ে..পাহাড়ের সাথে সন্ধি করে.. সমুদ্রের হয়ে গেছে... আমার তখন আর কিছুই নেই... হয়ত কিছু থাকতে নেই... আমি অন্যের আশ্রয়ে বেঁচে আছি এখন... অন্যের রঙে বিবর্ণ ছবি দেখি... এই নিয়ে আমার এই সাজানো বাড়ী..."

আমরা আর কত ভোলা ধানের ভাত খাব ? আর কত?

আমরা আর কত ভোলা ধানের ভাত খাব ? আমাদের লজ্জা আর কবে হবে... এই যে পাকি আর ভারত বলতে বলতে মুখে ফেনা তুইলা ফেলি... একের পর এক উল্টা পাল্টা মন্তব্য কইরা ওস্তাদ সাজি... একবার কি ভাইবা দেখছেন... আমরা আমাদের কত নিচে নামাইয়া ফেলি?  যদি ৭১ কে মনে রাখতাম তয়লে পাকিস্তান এর লোগো লটকানোর সাহস এই জন্মে হতো না... আর বাংলাদেশ সম্পর্কে ভারতীরা যে মন্তব্য করে প্রতিনিয়ত... ঐ রকম মন্তব্য যদি আমাদের কেউ করতো ওরা আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করতো... আর কত আমরা ছোট হবো? নিজের দেশকে আর কত খাটো করবো? আমারা কেন এত সহজে সব ভুলে যাই... আর কতই বা অন্ধ থাকবো... ভাই সময় ফুরিয়ে যাচ্ছে... বিশ্ব এগিয়ে যাচ্ছে... ভারত পাকিস্তান আমাদের রক্ষা করবে না, আমাদের পেট চালাবেনা... আমাদের জনগণ এর জন্য কাপ এনে দিবে না। ভারত কি আমাদের একবার ও ওদের মাটিতে আমাদের টেস্ট খেলবার জন্য সুযোগ করে দিছে... আমরা কি শেওয়াগ এর মন্তব্য ভুলে গেছি...সিধুর কথা ?? এতটা নির্লজ্জ আমরা হতে পারি না। পাকিস্তান এর কথা আর কি বলবো... যে দেশের ক্রিকেটাররা দেশের সম্মান ওরা সামান্য টাকার বিনিময়ে বেচে দিয়ে আজীবন খেলা থেকে নিষিদ্ধ হয়... তাদের কথা বলে অযথা বমি করতে চাই না... আসুন আমার দেশ কি করলো... কীভাবে খেললও... কি করলে ভাল হয়...সে গুলো নিয়ে ভাবি... অনেক সময় অপচয় হয়েছে আর না... এই বার সামনে তাকাবার সময়...