রয়ে গেছে রাশি রাশি ঘৃণা কিংবা মায়া।
বিশ্বাস করুন,
তবুও আমি তাকিয়ে রই!!
ঐ ল্যাম্পপোস্টের নিচে দাড়িয়ে থাকা স্বপ্ন বেচা মানুষ গুলোর দিকে!!
যেখানে নিয়ন আলোয় কিছু ঝি ঝি পোকারা খেলে।
বিছানা কিংবা চকচকে পিচে,
কাঁথা কিংবা ফিরোজা রঙের পলিথিনে,
কখনো জোছনা হাসে একটু উকি দিয়ে,
কখনো মেঘ গুলো কাঁদে মোমের মত গলে!!
তবুও বলেনা কেউ এখানে স্পষ্ট কথা,
মিছে মিছে হয় না বোকা !!
শহরটাই যেন ল্যাম্পপোস্টে নিয়ন আলোয় জমানো ঝি ঝি পোকা !!