skip to main |
skip to sidebar
::::::::::::::::::::::::::::::::::Welcome Note:::::::::::::::::::::::::::
"সময়ের সিথানে স্বপ্ন নিয়ে প্রতিনিয়ত ঘুমিয়ে থাকি কিংবা দুঃস্বপ্ন নিয়ে জেগে উঠি। একটা সময় ছিল আমার তখন ফড়িং জীবন ছিল। এখন তা বাক্স বন্দী অতীত। ফড়িং এর রঙিন পাখা গুলো এখন বিবর্ণ। কথা গুলো অর্থহীন প্রলাপ ... আচ্ছা প্রলাপ তো অর্থহীন ই হয়, তাই না? কিন্তু আমার যে আর কিছুই নেই... কিছু কল্পনা মেঘের কাছে জমা রেখে ছিলাম... একদিন মেঘ আমাকে কিছু না বলেই উড়ে গেল...আকাশের শেষ প্রান্তে... আমি দিগন্তের পর দিগন্ত ছুটে গেছি... আমার কল্পনার খোঁজে ... না পাইনি... ও তখন বৃষ্টি হয়ে..পাহাড়ের সাথে সন্ধি করে.. সমুদ্রের হয়ে গেছে... আমার তখন আর কিছুই নেই... হয়ত কিছু থাকতে নেই... আমি অন্যের আশ্রয়ে বেঁচে আছি এখন... অন্যের রঙে বিবর্ণ ছবি দেখি... এই নিয়ে আমার এই সাজানো বাড়ী..."
ইদানীং যতই রাত গভীর হচ্ছে চোখের পাতা গুলো ততই অঙ্কুরিত হচ্ছে,
অথচ এই পাতা একদিন কাব্যে পরিপূর্ণ ছিল...
অনাবিল উচ্ছ্বাস নিয়ে সমস্ত স্বপ্নের চাঁদরে জড়ানো ছিল...
হ্যাঁ যে কথা তোমাকে বলা বাকি ছিল,
সিগারেটের ধোয়ার সাথে সেদিন দুঃসম্পর্কের বাতাসের কথা হচ্ছিল...
কথা হচ্ছিল আকাশের সাথে অনশন রত কাফনের কাপড়ে জড়ানো মেঘদের,
অস্থির অমানিশায় অঙ্কুরিত চোখের পাতায় কিছু নীল নিহত হয়ে লাশ হয়ে ছিল,
নৈশব্দের ময়না তদন্তে কিছু অজ্ঞাত স্মৃতি ফাঁস হয়ে গিয়েছিল,
অমীমাংসিত কিছু অনুভূতি কিছুক্ষন বর্ষায় ভিঁজেছিল
অতঃপর শূন্যতার নির্ঘুম বছর কারাদণ্ড হয়েছিল।
পুনশ্চঃ আমি একটি মায়াহীন জীবন কিংবা অনুভূতিহীন মৃত্যু চেয়েছিলাম