::::::::::::::::::::::::::::::::::Welcome Note:::::::::::::::::::::::::::

"সময়ের সিথানে স্বপ্ন নিয়ে প্রতিনিয়ত ঘুমিয়ে থাকি কিংবা দুঃস্বপ্ন নিয়ে জেগে উঠি। একটা সময় ছিল আমার তখন ফড়িং জীবন ছিল। এখন তা বাক্স বন্দী অতীত। ফড়িং এর রঙিন পাখা গুলো এখন বিবর্ণ। কথা গুলো অর্থহীন প্রলাপ ... আচ্ছা প্রলাপ তো অর্থহীন ই হয়, তাই না? কিন্তু আমার যে আর কিছুই নেই... কিছু কল্পনা মেঘের কাছে জমা রেখে ছিলাম... একদিন মেঘ আমাকে কিছু না বলেই উড়ে গেল...আকাশের শেষ প্রান্তে... আমি দিগন্তের পর দিগন্ত ছুটে গেছি... আমার কল্পনার খোঁজে ... না পাইনি... ও তখন বৃষ্টি হয়ে..পাহাড়ের সাথে সন্ধি করে.. সমুদ্রের হয়ে গেছে... আমার তখন আর কিছুই নেই... হয়ত কিছু থাকতে নেই... আমি অন্যের আশ্রয়ে বেঁচে আছি এখন... অন্যের রঙে বিবর্ণ ছবি দেখি... এই নিয়ে আমার এই সাজানো বাড়ী..."

About me

আমি ইথার ! খুবই সাধারণ ! এতটাই সাধারণ যে সাধারণ বললেও ভুল হবে! ভালবাসি ভূত ! ঝালমুড়ি ! নতুন বইয়ের পৃষ্ঠার ঘ্রাণ ! 
প্রিয় ফুল বেলী,শিউলী ও বকুল !! রঙ আসমানী কিংবা সাদা-কালো ! 
খাবার চটপটি ও ফুসকা ! 

পড়াশুনার বিষয় "তৈরী পোষাক প্রক্রিয়া জাত করন এবং প্রযুক্তি" (প্রথম বর্ষ),  রাশি তুলা ! 
পৃথিবী তথা মহাশূণ্যের প্রায় প্রতিটি গ্রহ-নক্ষত্রই ভ্রমন করে ফেলেছি ! ভাবছেন কীভাবে ! অর্ধেক ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, বাকী টুকু কল্পনা শক্তি দিয়ে ! এই তো সে দিনই তো ঘুরে আসলাম কয়েক আলোক বর্ষ দূরে ! 

আমার কোন বন্ধু নেই !! বন্ধুহীন জীবন !! হা হা হা !! আম্মুকে খুব "মা" বলে ডাকতে ইচ্ছে করে ! খুব ! অভ্যাস নেই তাই বলতে লজ্জা লাগে ! খুব সুখী হতে ইচ্ছে করে! এইতো !!