কিছু কিছু অনুভূতি আছে যে গুলো প্রকাশ করবার মত আভিধানিক শব্দ নেই। খুব সম্ভবত শব্দ কল্পের স্বল্পতা অথবা নৈঃশব্দ্যের মাঝে মুগ্ধতা এর প্রধান কারণ। কিংবা আমার আবেগ সংযত করবার ব্যর্থতা।
মূলত আমি আজ একটি অসাধারণ সৃষ্টি কর্মের জন্য কৃতজ্ঞতা প্রকাশের জন্য লিখছি… শুধু মাত্র সামান্য একজন শ্রোতা হিসেবে…
আজ কাউকে মূল্যায়ন করতে বেশী কিছু লাগে না… অসাম, জোস, চরম, কঠিন, ব্রো সুপারর্ব… জানলেই হয়… খুব দুঃখ জনক হলেও সত্য আমরা ভিন্নতার কথা বলতে বলতে ফেনা তুলে ফেলি.. ভিন্ন কিছু দাবী করি … অথচ আমরা নিজেরাই অভিন্ন ভাবে মন্তব্য করি… ব্যাপারটা হাস্যকর.. একজন সৃষ্টিশীল মানুষ এর সাধনার বিষয় কে একটি ইংরেজি শব্দের দ্বারা নিঃশেষ করে দেই … আমি সংগীত এর কিছু বুঝি না.. যেটা শুনতে ভাল লাগে, গতানুগতিকতার বাইরে নতুন কথা সুর এর মাঝে যখন নিজেকেই খুঁজে পাই তখনই সেটাকে আঁকড়ে নেই…
যে শিল্পতে মৌলিকত্ব নেই তাকে শিল্প না বলে পুরাণ গল্প বলাই শ্রেয়…বেশ কয়েক বছর যাবত এমন গল্পই শুনতে ছিলাম… কারো গানের সাথে হিন্দি গানের মিল তো… কোন গানে আকাশ আর বাতাসে ভরপুর… বা কোনটা জান পাখি… টিয়া পাখি... পাতলা লিরিকস্… লোল..
কিন্তু একটা অ্যালবাম আমার পুরো ধারণটাই পাল্টে দিয়েছে…
হ্যাঁ আমি পৃথ্বীরাজ এর ডট এর কথা বলছি… অ্যালবামটি আমাকে ভীষণ ভাবে ভাবিয়েছে… আমার মাঝে এক বোধ এর সঞ্চার করেছে… এক কথায় সমৃদ্ধ করেছে.. পরিশেষে আনন্দিত করেছে…
এ্যালবামের প্রতিটি গানের কথা, সুর এবং সংগীত , প্রচ্ছদ অনন্য… এবং প্রতিটি গানই একটা একটা কল্পনার জগত সৃষ্টি করে… আলোড়িত করে.. পরিশেষে কিছু লিখতে বাধ্য করেছে…. একজন সামান্য শ্রোতা হিসেবে...
একটা লক্ষণীয় ব্যাপার হল... অ্যালবামটিতে যারা কাজ করেছেন… তাদের সবার ছবি রয়েছে.. অথচ আমি খুব কম অ্যালবামেই দেখেছি মিউজিসিয়ানদের এই ভাবে তুলে ধরার ব্যাপারটা… আসলেই তো অ্যালবাম তো আর গায়ক একাই করেন না… প্রত্যেকের সম্বলিত প্রচেষ্টাই গড়ে উঠে একটি সার্থক সৃষ্টি… আর অ্যালবাটির গীতিকার ইন্দ্রনীল'দা এর কথা নাই বললাম… পেছন থেকে শব্দে শব্দে… এক অবরুদ্ধ মায়ায় কল্পে বেধে রেখেছি তিনি… শুভকামনা তার জন্য
ও হ্যাঁ আমি আমার মুগ্ধতার কথা বলছিলাম, অনুভূতি প্রকাশের ব্যর্থতার কথা বলছিলাম…
মূলত আমি আজ একটি অসাধারণ সৃষ্টি কর্মের জন্য কৃতজ্ঞতা প্রকাশের জন্য লিখছি… শুধু মাত্র সামান্য একজন শ্রোতা হিসেবে…
আজ কাউকে মূল্যায়ন করতে বেশী কিছু লাগে না… অসাম, জোস, চরম, কঠিন, ব্রো সুপারর্ব… জানলেই হয়… খুব দুঃখ জনক হলেও সত্য আমরা ভিন্নতার কথা বলতে বলতে ফেনা তুলে ফেলি.. ভিন্ন কিছু দাবী করি … অথচ আমরা নিজেরাই অভিন্ন ভাবে মন্তব্য করি… ব্যাপারটা হাস্যকর.. একজন সৃষ্টিশীল মানুষ এর সাধনার বিষয় কে একটি ইংরেজি শব্দের দ্বারা নিঃশেষ করে দেই … আমি সংগীত এর কিছু বুঝি না.. যেটা শুনতে ভাল লাগে, গতানুগতিকতার বাইরে নতুন কথা সুর এর মাঝে যখন নিজেকেই খুঁজে পাই তখনই সেটাকে আঁকড়ে নেই…
যে শিল্পতে মৌলিকত্ব নেই তাকে শিল্প না বলে পুরাণ গল্প বলাই শ্রেয়…বেশ কয়েক বছর যাবত এমন গল্পই শুনতে ছিলাম… কারো গানের সাথে হিন্দি গানের মিল তো… কোন গানে আকাশ আর বাতাসে ভরপুর… বা কোনটা জান পাখি… টিয়া পাখি... পাতলা লিরিকস্… লোল..
কিন্তু একটা অ্যালবাম আমার পুরো ধারণটাই পাল্টে দিয়েছে…
হ্যাঁ আমি পৃথ্বীরাজ এর ডট এর কথা বলছি… অ্যালবামটি আমাকে ভীষণ ভাবে ভাবিয়েছে… আমার মাঝে এক বোধ এর সঞ্চার করেছে… এক কথায় সমৃদ্ধ করেছে.. পরিশেষে আনন্দিত করেছে…
এ্যালবামের প্রতিটি গানের কথা, সুর এবং সংগীত , প্রচ্ছদ অনন্য… এবং প্রতিটি গানই একটা একটা কল্পনার জগত সৃষ্টি করে… আলোড়িত করে.. পরিশেষে কিছু লিখতে বাধ্য করেছে…. একজন সামান্য শ্রোতা হিসেবে...
একটা লক্ষণীয় ব্যাপার হল... অ্যালবামটিতে যারা কাজ করেছেন… তাদের সবার ছবি রয়েছে.. অথচ আমি খুব কম অ্যালবামেই দেখেছি মিউজিসিয়ানদের এই ভাবে তুলে ধরার ব্যাপারটা… আসলেই তো অ্যালবাম তো আর গায়ক একাই করেন না… প্রত্যেকের সম্বলিত প্রচেষ্টাই গড়ে উঠে একটি সার্থক সৃষ্টি… আর অ্যালবাটির গীতিকার ইন্দ্রনীল'দা এর কথা নাই বললাম… পেছন থেকে শব্দে শব্দে… এক অবরুদ্ধ মায়ায় কল্পে বেধে রেখেছি তিনি… শুভকামনা তার জন্য
ও হ্যাঁ আমি আমার মুগ্ধতার কথা বলছিলাম, অনুভূতি প্রকাশের ব্যর্থতার কথা বলছিলাম…
Copyright@Ethar Akhteruzzaman brought to you by AlienEthar