এপিটাফ শূন্য অক্ষরে পরিপূর্ণ ভাবে লেখা হয়ে গেছে ... অথচ আমার মৃত্যু, এতটা সসময়ে ঘটবার কথা ছিল না... যাবতীয় অতীত গুলোকে দুঃস্বপ্নের সিনে আলট্রায় শুট করে কে বা কারা ‘ঘুম’ এর পরিবর্তে ‘নিদ্রা’ করে এর আগে "চির" শব্দ জুড়ে দিয়েছে.. ফলশ্রুতিতে কৌতূহলের ক্লাইম্যাক্সটা শব্দে আটকে থাকলো না, বাক্যে এসে দাঁড়ালো... শুধু দাড়িয়েই থাকলো না, বিড়বিড়ে ব্যথার অকারণ অভ্যুত্থান ঘটিয়ে গেল... ঘণ্টা মিনিট সেকেন্ড সব ঠিক... কিন্তু কোনদিন কি বার? তা মিস্টেক হয়ে গেল!! আনফরচুনেটলি আমার মৃত্যুবারটা সবার অজান্তেই একটা ‘লিপ উইক’ জন্ম দিয়ে গেল... সে সময় একটা সাবেরা সকালের আমার ভীষণ প্রয়োজন ছিল... একটা শালিক তখন সন্ধ্যার পিছু ধরে হাইওয়েতে হাঁটছিল... তো হাঁটছিল... আর পিছন ফেরে আমাকে ডাকছিল...
সিসটার ! আমাকে একটা সাদা কাপড়ে মুড়ানোর সময় টুকু দিন... প্লিজ ! জাস্ট সাদা পাতার মত মিহি সাদা কাপড়ে মুড়ানোর,আমি প্রথম কোন কবিতা লিখবো...কথা দিচ্ছি এরপর ফেনিল সাগরে একটা ব্যথার ঢেউ তুলে চলে যাব ... সিসটার.. সিসটা..
Copyright@Ethar Akhteruzzaman brought to you by AlienEthar