::::::::::::::::::::::::::::::::::Welcome Note:::::::::::::::::::::::::::

"সময়ের সিথানে স্বপ্ন নিয়ে প্রতিনিয়ত ঘুমিয়ে থাকি কিংবা দুঃস্বপ্ন নিয়ে জেগে উঠি। একটা সময় ছিল আমার তখন ফড়িং জীবন ছিল। এখন তা বাক্স বন্দী অতীত। ফড়িং এর রঙিন পাখা গুলো এখন বিবর্ণ। কথা গুলো অর্থহীন প্রলাপ ... আচ্ছা প্রলাপ তো অর্থহীন ই হয়, তাই না? কিন্তু আমার যে আর কিছুই নেই... কিছু কল্পনা মেঘের কাছে জমা রেখে ছিলাম... একদিন মেঘ আমাকে কিছু না বলেই উড়ে গেল...আকাশের শেষ প্রান্তে... আমি দিগন্তের পর দিগন্ত ছুটে গেছি... আমার কল্পনার খোঁজে ... না পাইনি... ও তখন বৃষ্টি হয়ে..পাহাড়ের সাথে সন্ধি করে.. সমুদ্রের হয়ে গেছে... আমার তখন আর কিছুই নেই... হয়ত কিছু থাকতে নেই... আমি অন্যের আশ্রয়ে বেঁচে আছি এখন... অন্যের রঙে বিবর্ণ ছবি দেখি... এই নিয়ে আমার এই সাজানো বাড়ী..."

আমরা আর কত ভোলা ধানের ভাত খাব ? আর কত?

আমরা আর কত ভোলা ধানের ভাত খাব ? আমাদের লজ্জা আর কবে হবে... এই যে পাকি আর ভারত বলতে বলতে মুখে ফেনা তুইলা ফেলি... একের পর এক উল্টা পাল্টা মন্তব্য কইরা ওস্তাদ সাজি... একবার কি ভাইবা দেখছেন... আমরা আমাদের কত নিচে নামাইয়া ফেলি?  যদি ৭১ কে মনে রাখতাম তয়লে পাকিস্তান এর লোগো লটকানোর সাহস এই জন্মে হতো না... আর বাংলাদেশ সম্পর্কে ভারতীরা যে মন্তব্য করে প্রতিনিয়ত... ঐ রকম মন্তব্য যদি আমাদের কেউ করতো ওরা আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করতো... আর কত আমরা ছোট হবো? নিজের দেশকে আর কত খাটো করবো? আমারা কেন এত সহজে সব ভুলে যাই... আর কতই বা অন্ধ থাকবো... ভাই সময় ফুরিয়ে যাচ্ছে... বিশ্ব এগিয়ে যাচ্ছে... ভারত পাকিস্তান আমাদের রক্ষা করবে না, আমাদের পেট চালাবেনা... আমাদের জনগণ এর জন্য কাপ এনে দিবে না। ভারত কি আমাদের একবার ও ওদের মাটিতে আমাদের টেস্ট খেলবার জন্য সুযোগ করে দিছে... আমরা কি শেওয়াগ এর মন্তব্য ভুলে গেছি...সিধুর কথা ?? এতটা নির্লজ্জ আমরা হতে পারি না। পাকিস্তান এর কথা আর কি বলবো... যে দেশের ক্রিকেটাররা দেশের সম্মান ওরা সামান্য টাকার বিনিময়ে বেচে দিয়ে আজীবন খেলা থেকে নিষিদ্ধ হয়... তাদের কথা বলে অযথা বমি করতে চাই না... আসুন আমার দেশ কি করলো... কীভাবে খেললও... কি করলে ভাল হয়...সে গুলো নিয়ে ভাবি... অনেক সময় অপচয় হয়েছে আর না... এই বার সামনে তাকাবার সময়...

বিপন্ন ইতিহাস ll Biponno Etihash

বিপন্ন ইতিহাস

লাজুক লুকোচুরি

তুমি নীল ঘুড়ি
আমি ইচ্ছের আকাশ
অনুভূতির উঠোনে
তোমার বসবাস

তবু ও হোক না আজ
এই দুষ্টুমি
নীলচে আলোয় লাজুক লুকোচুরি

মাঝ রাতে শিশির ভেজা মনে
ভীষন ইচ্ছে করে
করি পাগলামী
চল দুজন এক প্রহর
দূর আকাশের তারা গুণি

যদি হঠাৎ কখনো
ওই চোখে মেঘ করে ভর
রোদ হয়ে এক নিমিষে
মুছে দেব সব...

(Note: This Lyrics is Already Tuned)

বিষণ্ন বিদায় বেলা

শূন্য আকাশ চোখে তুলে
অপেক্ষায় বিষণ্ন বিকেল..
কান্না চাপা অভিমানে..
সৃর্যাস্ত তোমায় দিলাম বিদায়..

কিছু ইচ্ছে ঘুমিয়ে পড়ে নিরবে
কিছু স্মৃতি তুলে দিলাম নিলামে
কিছু স্বপ্ন কাঁচ ভাঙ্গা শব্দের মত ভেঙ্গে যায়...
কিছু মায়া নৈঃশব্দের হারায়....

অনুভবের পাতায় জমাট অন্ধকার
বিষাদে ভিঁজে একাকার,
তবুও নিষিম শূন্যতা আধাঁরে
একাকী কড়া নেড়ে যায়……..

ধূসর সময় ll Dhusor Shomoy

ধূসর সময় ll Dhusor Shomoy 


ফেরারি অনুভূতি


সাদা আলোয় কালো ছায়া
সব কিছু যেন ঝাপসা ধোয়া
তোমার স্বপ্নে পথ চলা
স্মৃতি গুলো যেন ঘুণে ধরা

নোনা জলের মেঘ হয়ে
অভিমানী বৃষ্টি ঝরা...
সময়ের স্রোতে হটাত হারিয়ে যাওয়া
অনুভূতিহীন যেন গোধূলি বেলা

কেমন ব্যথার খেলা ?
তোমার আলোয় ছুটে চলা... 

(Note: This Lyrics is Already Tuned & Composed)

ভার্চুয়াল ভারজের্নিটি!

ব্লাকবেরীর আরশিতে নিষিদ্ধ নয়নে বোতাম টিপলেই
কার্বন কাচে বহুমাত্রিক ভঙ্গিমায় হেসে উঠে আন্তর্জাতিক নর্তকী,
অবেলায়, অসময়, অবলীলায় !!


তথ্যের অবাধ অনুরোধের দোহাই দিয়ে,
ফেইসবুক কন্যার রূপের পরিধি মাপে
রেটিঙগুলার চ্যাট বক্স !!


‘অসাম’ বিশেষণে বিক্রিত হয়ে
কন্যা হারায় ভার্চুয়াল ভারজের্নিটি !!


হায়, হ্যালো !!
কি খবর? কি কর?
এইতো চলছে বেশ…
তোমার?
মোটামুটি… জিএফ’ দিয়েছে ফাঁকি…
ইমোতে ইমোতে অনুভূতির বিকিকিনি।


কিছু মনে না করলে একটা কথা আক্স করি?
তুমি কি ওসব করেছ কখনো?
মানে…করিনি তবে দেখেছি…


ইচ্ছে হয়? ভয়…
‘লোল’…


এই শোন… আমার নেট লিমিটেড
১২টার পর ফোনে কথা হবে…
বাকিটা দেখা হলে তবে…

চিনি কম, দুধ বেশী সাথে হালকা পাত্তী

কিরে কি খবর রে তোর? ব্যাবসা ট্যাপশা কিরাম চলে,
সালাম কাকা, বহেন,
আর ব্যবসা ! জিনিস টিনিস এর যে দাম বারিছে, তাতে না খেইয়ে মরতে হবে।।
আরে ব্যাটা আর তো কয়টা দিন…
তারপর দেখবিনে কিরাম কইরা সব বদলাঈ দেই!!
গ্রিরাম আর গ্রিরাম থাকবো না রে সাদেক, পুরাই বদলায় যাইবো…

দে দিহিন সাদেক এক কাপ চা দে,
চিনি কম, দুধ বেশী দিয়া লগে হালকা কইরা পাত্তি মাইরা দিস
তুই তোহ্ জানস আমার আবার ডাইবেটিস এর পবলেম…

হ যা কইতাসিলাম, উপরে থিকা খবর আইসে,
এই বার আর কেহ ঠেহাইতে পারবো না… হব আনগো দহলে
খালি এই বার ইলেকশন ডা হইবার দে…
পুরা ভাসাইয়া দিমুরে সাদেক পুরা ভাসাইয়া দিমু

নে কাপটা নে,
পুব পাড়ায় এক শালিস আছে রে…
মেয়েছেলের কেস..
গ্রামের ইজ্বত এর ব্যাপার…
এহন উডি…

কাকা, চায়ের টেহা ডা …
আহ্হা ! লিহে রাহিস …

একটি যথাযথ মৃত্যুর খুব কাছাকাছি দাড়িয়ে!

একটি রঙিন সন্ধ্যার রাজপথ ধরে আমি এখনো হাটি
তোমার নির্মল নাজিফা হাতের বিপরীতে
অবিকল অতীত স্মৃতির ছায়ার হাতে হাত রেখে,
ঠিক তখনো অচেতন অনুভূতির মৃদু উৎসাহে
রাত্রী জমে না অন্ধকারে, নির্ঘুম শূন্যতার দেওয়াল ধরে

তুমি তো জানো
শহরের আট দশটি ছেলের মত আমি না,
আমার একটি সতন্ত্র পরিচয় আছে,
রয়েছে একটি নিরেট অনুভব !
কারণ আমি একজন কবি।

অনুভূতির প্রতিটি লৌহ কপাট ভেঙ্গে
আমি এক এক করে নির্দোষ কয়েদী শূন্যতাকে মুক্ত করি,
আমার প্রতিটি বাক্যের শব্দের যৌথ আর্তনাদে
নির্মান করি এক একটি বেওয়ারিশ কবিতা ।

কিন্তু তুমি বারে বারে কেন ভুলে যাও
আমি ও তো মানুষ !
আমার স্বপ্নের মাঝে আর কত দুঃস্বপ্নের ঘুম ভাঙ্গবে
এক একটি মধ্যরাতকে অনাকাঙ্খিত সকাল ভেবে।

আমি আর পারছি না,
তোমার স্মৃতির প্রতিটি কোলাহল জুড়ে
এখন অস্বাভাবিক স্থবিরতা !
শুভ্র বকুল লালচে বাদামী হওয়ার ভয়ে
প্রতিনিয়ত পিছিয়ে দেই ঘড়ির কাঁটা।

সমুদ্রের কান্না বেয়ে এই মনে হয় ঝাপ দেই দূর আকাশে
নিঃসঙ্গতার অট্যহাসি সমস্ত রাত্রী হয়ে ফিরে আসে,
না ! এভাবে আর যাই হোক বেচে থাকা যায় না

আমি এখন ,
একটি যথাযথ মৃত্যুর খুব কাছাকাছি দাড়িয়ে !!

নষ্টালজিক নার্ভ

ছোট বেলা থেকেই আমার নার্ভ খুব দুর্বল। খুব অল্পতেই খুব ভেঙ্গে পরি কিংবা শক্ত থাকবার অভিনয় করি।একটু একটু করে যতই বড় হচ্ছি ততই বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছি এবং মৃত্যুর এক সেকেন্ড আগেও হব, এতে কোন ভুল নেই। বিধাতাকে মানি তাই মৃত্যুর পরেও হব। হ্যাঁ যা বলছিলাম আমার নার্ভ খুব দুর্বল। নতুন কোন অভিজ্ঞতা মুখোমুখি হবার আগে ঠিক যতটা প্রস্তুত থাকা দরকার ঠিক ততটা শক্তিশালী নয় আমার নার্ভ গুলো। আমার এই ক্ষুদ্র জীবনে বহুত মানুষ দেখেছি, এখনো দেখছি এবং আরও দেখবো। মানুষ মূলত খোলসে আবৃত একটি জীব। মানুষ তার সুবিধা মত খোলস বদলায়, রাঙায়।

কোন তরুণ কবির ঘোর লাগা সন্ধ্যার মূল্য কেবল অন্ত যাওয়া সূর্যই বুঝে। আস্তে আস্তে জোছনায় পোড়া পান্ডুলিপি তখন আশ্রিত অন্ধকার খুঁজে। কিছু অতীত বিষম বিষাদ পাখি, কিছু অতীত চাপা কান্নায় পুষে রাখি। আরও কিছু প্রথম প্রেমিকার ঠোটে জমা।

আমি এখন দ্বিতীয় কিছুর মুখোমুখি। রঙ বদলায় গিরগিটি। আর একবার অভিনয় করি।
আমার এখন ও শেষ হয়নি প্রস্তুতি।