::::::::::::::::::::::::::::::::::Welcome Note:::::::::::::::::::::::::::

"সময়ের সিথানে স্বপ্ন নিয়ে প্রতিনিয়ত ঘুমিয়ে থাকি কিংবা দুঃস্বপ্ন নিয়ে জেগে উঠি। একটা সময় ছিল আমার তখন ফড়িং জীবন ছিল। এখন তা বাক্স বন্দী অতীত। ফড়িং এর রঙিন পাখা গুলো এখন বিবর্ণ। কথা গুলো অর্থহীন প্রলাপ ... আচ্ছা প্রলাপ তো অর্থহীন ই হয়, তাই না? কিন্তু আমার যে আর কিছুই নেই... কিছু কল্পনা মেঘের কাছে জমা রেখে ছিলাম... একদিন মেঘ আমাকে কিছু না বলেই উড়ে গেল...আকাশের শেষ প্রান্তে... আমি দিগন্তের পর দিগন্ত ছুটে গেছি... আমার কল্পনার খোঁজে ... না পাইনি... ও তখন বৃষ্টি হয়ে..পাহাড়ের সাথে সন্ধি করে.. সমুদ্রের হয়ে গেছে... আমার তখন আর কিছুই নেই... হয়ত কিছু থাকতে নেই... আমি অন্যের আশ্রয়ে বেঁচে আছি এখন... অন্যের রঙে বিবর্ণ ছবি দেখি... এই নিয়ে আমার এই সাজানো বাড়ী..."

ভার্চুয়াল ভারজের্নিটি!

ব্লাকবেরীর আরশিতে নিষিদ্ধ নয়নে বোতাম টিপলেই
কার্বন কাচে বহুমাত্রিক ভঙ্গিমায় হেসে উঠে আন্তর্জাতিক নর্তকী,
অবেলায়, অসময়, অবলীলায় !!


তথ্যের অবাধ অনুরোধের দোহাই দিয়ে,
ফেইসবুক কন্যার রূপের পরিধি মাপে
রেটিঙগুলার চ্যাট বক্স !!


‘অসাম’ বিশেষণে বিক্রিত হয়ে
কন্যা হারায় ভার্চুয়াল ভারজের্নিটি !!


হায়, হ্যালো !!
কি খবর? কি কর?
এইতো চলছে বেশ…
তোমার?
মোটামুটি… জিএফ’ দিয়েছে ফাঁকি…
ইমোতে ইমোতে অনুভূতির বিকিকিনি।


কিছু মনে না করলে একটা কথা আক্স করি?
তুমি কি ওসব করেছ কখনো?
মানে…করিনি তবে দেখেছি…


ইচ্ছে হয়? ভয়…
‘লোল’…


এই শোন… আমার নেট লিমিটেড
১২টার পর ফোনে কথা হবে…
বাকিটা দেখা হলে তবে…