সাদা আলোয় কালো ছায়া
সব কিছু যেন ঝাপসা ধোয়া
তোমার স্বপ্নে পথ চলা
স্মৃতি গুলো যেন ঘুণে ধরা
নোনা জলের মেঘ হয়ে
অভিমানী বৃষ্টি ঝরা...
সময়ের স্রোতে হটাত হারিয়ে যাওয়া
অনুভূতিহীন যেন গোধূলি বেলা
এ কেমন ব্যথার খেলা ?
তোমার আলোয় ছুটে চলা...
(Note: This Lyrics is Already Tuned & Composed)