শূন্য আকাশ চোখে তুলে
অপেক্ষায় বিষণ্ন বিকেল..
কান্না চাপা অভিমানে..
সৃর্যাস্ত তোমায় দিলাম বিদায়..
কিছু ইচ্ছে ঘুমিয়ে পড়ে নিরবে
কিছু স্মৃতি তুলে দিলাম নিলামে
কিছু স্বপ্ন কাঁচ ভাঙ্গা শব্দের মত ভেঙ্গে যায়...
কিছু মায়া নৈঃশব্দের হারায়....
অনুভবের পাতায় জমাট অন্ধকার
বিষাদে ভিঁজে একাকার,
তবুও নিষিম শূন্যতা আধাঁরে
একাকী কড়া নেড়ে যায়……..