::::::::::::::::::::::::::::::::::Welcome Note:::::::::::::::::::::::::::

"সময়ের সিথানে স্বপ্ন নিয়ে প্রতিনিয়ত ঘুমিয়ে থাকি কিংবা দুঃস্বপ্ন নিয়ে জেগে উঠি। একটা সময় ছিল আমার তখন ফড়িং জীবন ছিল। এখন তা বাক্স বন্দী অতীত। ফড়িং এর রঙিন পাখা গুলো এখন বিবর্ণ। কথা গুলো অর্থহীন প্রলাপ ... আচ্ছা প্রলাপ তো অর্থহীন ই হয়, তাই না? কিন্তু আমার যে আর কিছুই নেই... কিছু কল্পনা মেঘের কাছে জমা রেখে ছিলাম... একদিন মেঘ আমাকে কিছু না বলেই উড়ে গেল...আকাশের শেষ প্রান্তে... আমি দিগন্তের পর দিগন্ত ছুটে গেছি... আমার কল্পনার খোঁজে ... না পাইনি... ও তখন বৃষ্টি হয়ে..পাহাড়ের সাথে সন্ধি করে.. সমুদ্রের হয়ে গেছে... আমার তখন আর কিছুই নেই... হয়ত কিছু থাকতে নেই... আমি অন্যের আশ্রয়ে বেঁচে আছি এখন... অন্যের রঙে বিবর্ণ ছবি দেখি... এই নিয়ে আমার এই সাজানো বাড়ী..."

কল্পলোকের গল্প

আচ্ছা, তোমার কি সেই দিন গুলোর কথা মনে পড়ে..
কড়েতে কড়ে বন্ধী করে স্মৃত চকচকে নোনা বালির তীরে দুজনে দাড়িয়ে,
কিভাবে সূর্যাস্তের হাওয়ায়, হাঁটুতে জোছনা নামাতাম !!

আধার গুলো যতই আমাদের কাছে আঁকড়ে ধরতও !
সমুদ্রের গর্জন গুলো যতই ক্রমশই চেপে আসতো,
তুমি ততই আমার কড়ে গুলোকে শক্ত করে ধরতে !
হঠাৎ লেপটে দিতে শুভ্র হাতে তোমার সমস্ত অনুভূতি ;
আমার বুকের ঠিক মধ্যে খানে ! অনেকটা নৈঃশব্দ্যে !

শেষ বিকেলে ক্যাফেটেরিয়াতে সব বন্ধুরা মিলে যখন আড্ডা দিতাম,
মুগ্ধ হয়ে তোমার চোখেতে গরম চায়ের উষ্ণ ধোঁয়া উড়াতাম।
ঠোঁটের কোনে মুচকি হাসি জমা করে …
টেবিলের নিচে খেলতাম বুড়ো আঙ্গুলে আঙ্গুলে অদ্ভুত সেই খেলা !

একদিন তো ওদের কাছে প্রায়ই ধরাই পড়ে গিয়েছিলাম,
অল্পের জন্য কোন মতে, দুজনে 'লাল পিপড়ার' কথা বলে রক্ষা পেলাম !

আচ্ছা ! তুমি কি এখনো সেই নীল জামদানীটা পড়ো,
আরে, হ্যাঁ ! সেই শাড়ীটা ! যেই শাড়িটা কেনার জন্য,
আমি নয় নয়টি মাস প্রাইভেট ফাকি দিয়ে টাকা জমিয়ে ছিলাম,
বিশ্বাস কর! আমার এতটুকু ও কষ্ট হয়নি,
আমার কাছে মনে হয়েছে যেন, সে দিন একটি যুদ্ধ জয় করে ছিলাম !!

হঠাৎ ! তুমি !
কেমন করে যেন, হারিয়ে গেলে!!... সাথে সাথে হারিয়ে গেল সকল স্বপ্ন!!
পানসে করে দিয়ে গেলে আমার সব অনুভূতিকে,
মজিদ মামার হোটেলের সিঙ্গারার দামে বিক্রি হয়ে গেল সব ইচ্ছে গুলো,
সমুদ্রের তীরের নোনা বালি গুলোকে আমার কাছে মনে হতে লাগলো ,
কখনো ধুলো কখনো বা স্তব্ধ ফেলে আসা স্মৃতির জ্বলন্ত মরীচিকা !!

জানি !
তুমি আর আসবে না !
আচমকা ছড়াবে না পেছন থেকে শিউলি কিংবা বকুল !
তবু তুমি বেচে রয়েছ আমাতে,
একটি কল্পলোকের গল্প হয়ে !!

বৃষ্টি, তোমাকে !


বৃষ্টি তোমাকে আজ খুব কাছ থেকে ছুঁয়েছি !
ভীষণ কাছ থেকে !
ঠিক যেমন আমি ছুঁয়েছিলাম আমার প্রথম প্রেমের প্রথম স্পর্শকে !

জান বৃষ্টি ?
এই স্পর্শ একদিন আমার বুকেতে অসময়ে যুবক হওয়ার স্পর্ধা এনে দিয়েছিল !
কীভাবে একাকীত্বের যন্ত্রণা অনুভব করতে হয় তা শিখিয়েছিল !
শূন্যতার ও যে একটি নিজস্ব ব্যাকরণ বোধ আছে তাও জানিয়েছিল !

তোমার মনে আছে বৃষ্টি !
শেষ আষাঢ়ের আমন্ত্রণে তুমি কেঁদে যখন অভিমান ভাঙ্গলে ,
সেদিন মেঘেদের  মনে একধরনের রহস্যময় চাঞ্চল্য এনে দিয়েছিলে,
বদ্ধ হুকের রুদ্ধ ভালবাসায় প্যাডেলের গতি তখন বাস্তবিক ভাবেই অসীম ছিল !

বৃষ্টি ! তুমি আজ আবার এলে !
নিছক একটি লিলুয়া অতীত হয়ে !!

বৃষ্টি !! তোমাকে আজ আমি খুব কাছ থেকে দেখেছি !! খুব কাছ থেকে !
যে ভাবে দেখেছিলাম ওর চোখে আমার শেষ স্বপ্ন গুলোকে... !!

।।