১
অবশেষে সাদা ক্যানভাস সেই শোকার্ত রঙের ভাষা বুঝবার ক্ষমতা ক্রমেই হারিয়ে ফেলে।
যতই দিন গড়ায় ততই নতুন শিল্পীর তুলির আঁচড়ে একটু একটু করে রঙিন হতে থাকে সাদা ক্যানভাস।
নির্মম হয় দৃশ্য-লোক, পরির্বতিত প্রচ্ছদপট।
২
সঙ্গমের প্রথম সংস্করণের স্বত্বাধিকারী তখন নীরব পাঠক।
৩
সাদা ক্যানভাস রঙিন হবার আগেই
হঠাত একদিন নৈশব্দের আকস্মিক মৃত্যু ঘটে,
তখন রাত্রির কোলাহলে শৃন্যতা জানাজা পড়ে
অবশেষে সাদা ক্যানভাস সেই শোকার্ত রঙের ভাষা বুঝবার ক্ষমতা ক্রমেই হারিয়ে ফেলে।
যতই দিন গড়ায় ততই নতুন শিল্পীর তুলির আঁচড়ে একটু একটু করে রঙিন হতে থাকে সাদা ক্যানভাস।
নির্মম হয় দৃশ্য-লোক, পরির্বতিত প্রচ্ছদপট।
২
সঙ্গমের প্রথম সংস্করণের স্বত্বাধিকারী তখন নীরব পাঠক।
৩
সাদা ক্যানভাস রঙিন হবার আগেই
হঠাত একদিন নৈশব্দের আকস্মিক মৃত্যু ঘটে,
তখন রাত্রির কোলাহলে শৃন্যতা জানাজা পড়ে
Copyright@Ethar Akhteruzzaman brought to you by AlienEthar