::::::::::::::::::::::::::::::::::Welcome Note:::::::::::::::::::::::::::

"সময়ের সিথানে স্বপ্ন নিয়ে প্রতিনিয়ত ঘুমিয়ে থাকি কিংবা দুঃস্বপ্ন নিয়ে জেগে উঠি। একটা সময় ছিল আমার তখন ফড়িং জীবন ছিল। এখন তা বাক্স বন্দী অতীত। ফড়িং এর রঙিন পাখা গুলো এখন বিবর্ণ। কথা গুলো অর্থহীন প্রলাপ ... আচ্ছা প্রলাপ তো অর্থহীন ই হয়, তাই না? কিন্তু আমার যে আর কিছুই নেই... কিছু কল্পনা মেঘের কাছে জমা রেখে ছিলাম... একদিন মেঘ আমাকে কিছু না বলেই উড়ে গেল...আকাশের শেষ প্রান্তে... আমি দিগন্তের পর দিগন্ত ছুটে গেছি... আমার কল্পনার খোঁজে ... না পাইনি... ও তখন বৃষ্টি হয়ে..পাহাড়ের সাথে সন্ধি করে.. সমুদ্রের হয়ে গেছে... আমার তখন আর কিছুই নেই... হয়ত কিছু থাকতে নেই... আমি অন্যের আশ্রয়ে বেঁচে আছি এখন... অন্যের রঙে বিবর্ণ ছবি দেখি... এই নিয়ে আমার এই সাজানো বাড়ী..."

এসো এক্সপেরিমেন্ট করি


একটা নতুন কিছু করা দরকার,
সেফ একটা নতুন কিছু।

এসো এক্সপেরিমেন্ট করি !

কি রকম?
এই যেমন ধর
কোন ত্রিমাত্রিক অনুভবের
এক দ্বি মাত্রিক এক্সপেরিমেন্ট !!

এক্সপেরিমেন্ট !!!
হুমম এক্সপেরিমেন্ট !!

ঠিক স্পর্শ ও নয় !
ঠিক সঙ্গম ও নয় !

এর ঠিক মাঝামাঝি,
ত্রিমাত্রিক অনুভবের
এক দ্বি মাত্রিক এক্সপেরিমেন্ট  !

ফলাফল ?
এসো এক্সপেরিমেন্ট করে দেখি !