::::::::::::::::::::::::::::::::::Welcome Note:::::::::::::::::::::::::::

"সময়ের সিথানে স্বপ্ন নিয়ে প্রতিনিয়ত ঘুমিয়ে থাকি কিংবা দুঃস্বপ্ন নিয়ে জেগে উঠি। একটা সময় ছিল আমার তখন ফড়িং জীবন ছিল। এখন তা বাক্স বন্দী অতীত। ফড়িং এর রঙিন পাখা গুলো এখন বিবর্ণ। কথা গুলো অর্থহীন প্রলাপ ... আচ্ছা প্রলাপ তো অর্থহীন ই হয়, তাই না? কিন্তু আমার যে আর কিছুই নেই... কিছু কল্পনা মেঘের কাছে জমা রেখে ছিলাম... একদিন মেঘ আমাকে কিছু না বলেই উড়ে গেল...আকাশের শেষ প্রান্তে... আমি দিগন্তের পর দিগন্ত ছুটে গেছি... আমার কল্পনার খোঁজে ... না পাইনি... ও তখন বৃষ্টি হয়ে..পাহাড়ের সাথে সন্ধি করে.. সমুদ্রের হয়ে গেছে... আমার তখন আর কিছুই নেই... হয়ত কিছু থাকতে নেই... আমি অন্যের আশ্রয়ে বেঁচে আছি এখন... অন্যের রঙে বিবর্ণ ছবি দেখি... এই নিয়ে আমার এই সাজানো বাড়ী..."

লিপ্ত বাসিত লহনা

শব্দের ব্যঞ্জনা দিয়ে
ততোটুকুই ব্যথিত হৃদয়ের পদ্য লিখা যায়
প্রেমিকার বিবর্ণ ঠোঁটে
যতটুকু পরিতৃপ্তির স্বাদ পাওয়া যায়...
অভিধান থেকে বিক্ষিপ্ত কিছু বিষাদী শব্দ কুড়িয়ে
কাব্য রচনা করা যায় বটে...
প্রক্ষিপ্ত অতীত নিবৃত্ত ভাবে
অদৃশ্য লাইনে তথাপি আচর গেরে রয়
তা চাইলেই কি মুছে ফেলা যায়?
বিপ্রতিপন্ন স্বপ্ন দেখে
নগ্ন নয়ন নোনা জলে আচ্ছাদিত হয়ে
কেবল নিজেকে আড়ালে রাখার উৎসাহ পায় মাত্র
আবেগের দুষ্ট দুঃশাসনে যখন অতিষ্ঠ এই হৃদয়
তখনও শিশির ভেজা ঘাস ফুল আমায় নতুন স্বপ্ন দেখায়
সদৃশ কিছু অনুভূতি তখন একীভূত হয়ত হয়!!
তবুও লিপ্ত বাসিত লহনা অদৃষ্টের পরিহাসের পাত্র
অতঃপর আমি হয়েছি বিব্রত!!