পাপ এবং প্রণয়ের সঙ্গমে...
আঙ্গুলের ভাঁজে ভাঁজে স্ফুটিত মাংস কিংবা শুভ্র কাশ,
নীলাভ ড্রিম লাইটের আভায় নিষিদ্ধ ছায়া কাঁপে কংক্রিটের কামরায়,
সম্ভ্রম হারানো কুঁচকানো চাদর একটি ঝলসানো রোদের অপেক্ষায়,
ঘন নিঃশ্বাসের তরঙ্গে ভাসে ভবিষ্যৎ বিশ্বাস ভাঙ্গনের আগত আর্তনাদ !!
প্রণয়ের গভীরতা মাপে পাপ !
আঙ্গুলের ভাঁজে ভাঁজে স্ফুটিত মাংস কিংবা শুভ্র কাশ,
নীলাভ ড্রিম লাইটের আভায় নিষিদ্ধ ছায়া কাঁপে কংক্রিটের কামরায়,
সম্ভ্রম হারানো কুঁচকানো চাদর একটি ঝলসানো রোদের অপেক্ষায়,
ঘন নিঃশ্বাসের তরঙ্গে ভাসে ভবিষ্যৎ বিশ্বাস ভাঙ্গনের আগত আর্তনাদ !!
প্রণয়ের গভীরতা মাপে পাপ !