মিহি মিহি মায়ায় !
স্তব্ধ নীল নীলিমায় !
বিরহের মিছিলের,স্তব্ধ শ্লোগানে !
ভাঙ্গা আলোর সহস্র ছায়ায়,
কাব্যে জড়িয়ে ব্যথা,
আর্তনাদের আশ্রিত আঁধারের,
উড়ন্ত ফড়িং এর কৌতূহলী রঙে
কেঁদেছি চুপিসারে ঐ করিডোরে
উন্মাদের উদভ্রান্ত বিদীর্ণ চিৎকারে !
স্মৃতির সুস্পষ্ট ছোবলে,
কুচি কুচি করে কেটেছি বিভ্রান্ত অনুভূতি,
মৃত্যু নয়, শূন্যতার সাথে সন্ধি করেছি
ইতিহাসের ভয়ে।
এভাবে,
ছুঁয়ে যায় !
মিহি মিহি মায়ায় !
স্তব্ধ নীল নীলিমায় !
এ সময় ! গোধূলি কিংবা অবেলায় !
Copyright@Ethar Akhteruzzaman brought to you by AlienEthar