কখনো সময় করে দেখা হয়নি;
সেদিন পূর্ণিমা রাতে হঠাৎ মনে হল
আকাশ টা দেখা দরকার-
কই নীল এর ছিটে ফোঁটাও তো দেখলাম না...
যাই হোক, আমি হয়ত নীল রঙই চিনি না ।
শুনেছি কষ্টের রঙ ও নাকি নীল
এটা নাকি আবার অনুভব করতে হয়;
আমি আমার জীবন থেকে
ঋণ করা কিছু সুখ অনুভব করতে লাগলাম...
সেখানেও নীল খুঁজে পেলাম না
কেউ কেউ বলে ভালবাসার রঙ ও নাকি নীল
তার মানে কি এই দ্বারায়
ভালবাসা আর কষ্ট সমার্থক
কখনো অভিধান খুলে দেখা হয়নি
রঙধনুর ও নাকি কষ্ট আছে
মানে নীল রয়েছে
রয়েছে সমুদ্রের ও নীল
এর জল নাকি নোনা
তবে কি নয়নের জল ও নীল?
Copyright@Ethar Akhteruzzaman brought to you by AlienEthar